PM Narendra Modi: বিশ্ব বন্যপ্রাণ দিবসে জঙ্গল সাফারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
ABP Ananda Live: বিশ্ব বন্যপ্রাণ দিবসে জঙ্গল সাফারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গুজরাতের গির অভয়ারণ্যে সিংহ-সাফারিতে দেখা গেল তাঁকে। হুডখোলা জিপে ঘুরলে ন অভয়ারণ্যে। রাস্তার পাশে বিশ্রামরত সিংহ যুগলের পাশ দিয়েও ছুটে যায় মোদির জিপ। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। (Narendra Modi Lion Safari)
এই মুহূর্তে গুজরাতেই রয়েছেন মোদি। সোমবার সকগালে তিনি জুনাগড়ের গির বন্যপ্রাণ অভয়ারণ্যে পৌঁছন। বন দফতরের আধিকারিকরাও ছিলেন তাঁর সঙ্গে। ছবি তোলার আলাদা টিম ছিল জিপে। মোদি নিজেও সিংহের ছবি তোলেন। (Narendra Modi Gir Safari)
গির অভয়ারণ্যে লায়ন সাফারির অভিজ্ঞতা জানাতে গিয়ে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়েও কথা বলেন মোদি। তিনি লেখেন, ‘বিশ্ব বন্যপ্রাণ দিবসের সকালে গির সাফারিতে গিয়েছিলাম। গির এশিয়াটিক সিংহের আশ্রয়স্থল। গিরের সঙ্গে অনেক স্মৃতিও জড়িয়ে আমার। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সকলের সঙ্গে মিলে কত কাজ করেছিলাম। গত কয়েক বছরে আমাদের সামগ্রিক চেষ্টায় সিংহের জনসংখ্যা বেড়েছে। জনজাতি সম্প্রদায়, বিশেষ করে মহিলাদের ভূমিকা এখানে বিশেষ ভাবে উল্লেখ্য। এই অঞ্চলকে এশিয়াটিক সিংহের আশ্রয় হিসেবে সংরক্ষণে তাঁদের ভূমিকা রয়েছে’।