One Nation One Election: কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পেল 'এক দেশ এক ভোট' নীতি। ABP Ananda Live
PM Narendra Modi: আরও একধাপ এগোল মোদির 'এক দেশ, এক ভোট' নীতি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র। আগামী সপ্তাহেই সংসদে বিল পেশের সম্ভাবনা।
যুক্তরাষ্ট্রীয় কাঠামো বুলডোজের চেষ্টা, আক্রমণে মমতা। বাংলাদেশের হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, এখনও চুপ কেন মোদি ? রাজ্যসভায় প্রশ্ন তৃণমূলের । বাংলাদেশে নির্মম অত্যাচার, ভারতে আসার চেষ্টা বাংলাদেশিদের। পঞ্চগড়ের তেতুঁলিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, চার বাংলাদেশিকে গ্রেফতার করল বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, ওকালতনামা নিয়ে গেলেও জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ চট্টগ্রাম আদালতের। হেনস্থার পরেও অকুতোভয়। চট্টগ্রাম জেল থেকে ওকালতনামা নিয়ে সটান চট্টগ্রাম আদালতে। সংখ্যালঘুদের অধিকার রক্ষার লড়াই চলবে, প্রতিক্রিয়া রবীন্দ্র ঘোষের।
এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার । নির্ধারিত হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ । বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় সুপ্রিম কোর্টে হবে শুনানি । পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কি না, তা নিয়ে হবে সওয়াল জবাব । বৈধ চাকরি শনাক্ত করা সম্ভব কি না, তা নিয়েও হবে সওয়াল জবাব, জানালেন প্রধান বিচারপতি । এভিডেন্স অ্যাক্টের ৬৫(বি) ধারা নিয়ে কোনও আলোচনা হবে না' । এ নিয়ে কোনও জটিলতায় ঢোকার প্রয়োজন নেই, জানালেন প্রধান বিচারপতি।