Narendra Modi: 'পরবর্তী ১০০ দিন নতুন উদ্যমে কাজ করতে হবে', বললেন প্রধানমন্ত্রী | ABP Ananda LIVE

Narendra Modi Speech: 'পরবর্তী ১০০ দিন নতুন উদ্যমে কাজ করতে হবে'। 'ক্ষমতায় থাকাকালীনও বিজেপি কর্মীরা মানুষের জন্য এত কাজ করেন শুনে বিস্মিত হয়েছি'। 'ভারত আজ সব ক্ষেত্রে বিজয় লাভ করেছে'। 'দেশ এখন ছোট স্বপ্ন দেখে না, ছোট সঙ্কল্পও করে না'। 'আমাদের সবার স্বপ্ন ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা'। 'আগামী ৫ বছরে আমরা সেই লক্ষ্যে কাজ করব'। 'কিন্তু তার জন্য সরকারে বিজেপির ফিরে আসা সবথেকে জরুরি'। 'এনডিএ (NDA)৪০০ আসন দখল করতে হলে বিজেপিকে (BJP) ৩৭০ আসন পেতে হবে'। 'দেশ জানে, ১০ বছরের কলঙ্কহীন শাসনকালে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছে'। 'আমি নিজের স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাইছি না'। 'কোটি কোটি মানুষের স্বপ্নই মোদির সঙ্কল্প'। 'পিছিয়ে পড়া মানুষের জন্য একের পর এক প্রকল্প করেছি'। 'আমি দেশের প্রথম প্রধানমন্ত্রী (Narendra Modi), যে শৌচালয়ের মতো বিষয় লাল কেল্লার বক্তৃতায় তুলে এনেছে'। 'আমি প্রথম প্রধানমন্ত্রী, যে লাল কেল্লা থেকে মহিলাদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছি'। 'আমরা ২৫ কোটি মহিলার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছি'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola