PM Modi: 'আমাদের এজেন্সি এই ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়বে', দিল্লিকাণ্ডে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ABP Ananda Live: ''আমাদের এজেন্সি এই ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়বে। এর পিছনে থাকা ষড়যন্ত্রীকে ছাড়া হবে না'', দিল্লি বিস্ফোরণকাণ্ডে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। অন্য়দিকে, কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের দাবিতে সুর চড়িয়েছে বিরোধীরা। আজ নিজের বাসভবনে একাধিক এজেন্সির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে বিস্ফোরণ কে বা কারা ঘটাল? সেনিয়ে জল্পনার মধ্যেই ষড়যন্ত্রীদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী।'এজেন্সি এই ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়বে। এর পিছনে থাকা ষড়যন্ত্রীকে ছাড়া হবে না।' এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি। পাল্টা বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন পুলওয়ামা ও পহেলগাঁও-কাণ্ডের পরও একই আশ্বাসবাণী শোনা গিয়েছিল তাঁর মুখে। সরকারকে ব্যর্থ বলে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা। মঙ্গলবার NIA-র DG, IB-র ডিরেক্টর ও দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন অমিত শাহ।