Narendra Modi: পাখির চোখ পশ্চিমবঙ্গ। নিতিন নবীনের অভিষেকের দিনই বার্তা প্রধানমন্ত্রীর

Continues below advertisement

ABP Ananda LIVE : 'আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এটাই সবচেয়ে গর্বের। আমি বিজেপির কার্যকর্তা, আর নিতিন নবীন আমাদের বস।' বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের অভিষেকের দিনই বার্তা প্রধানমন্ত্রীর।

 

'কোনও ক্ষতি তো হচ্ছে না... যতবার ডাকবে ততবার আসব,' SIR শুনানিকেন্দ্র থেকে বেরিয়ে বললেন মহম্মদ শামি

দিনকয়েক আগেই খবর এসেছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামিকে (Mohammed Shami) এসআইআরের (West Bengal SIR) শুনানিতে ডাকা হয়েছে। সেই নিয়ে চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। এসআইআরের শুনানিতে নোটিস পেয়ে ভারতীয় দলের ক্রিকেটার মঙ্গলবার হাজিরা দেন।

কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে মহম্মদ শামিকে ডাকা হয়েছিল। তবে বেশ কিছুদিন আগে নোটিস পেলেও, এতদিন বাংলার হয়ে ম্যাচ খেলতে বাইরে ছিলেন বলে তারকা বোলার। সেই কারণেই তিনি শুনানির জন্য হাজির হতে পারেননি। তবে আজ তিনি হাজির হন। ২০০২-র লিস্টে স্বাভাবিকভাবেই শামির নাম নেই। শামি যে আবাসনে বর্তমানে থাকেন সেটাও ২০০২-র অনেক পরেই তৈরি। প্রাথমিকভাবে এর আগে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নীচের দিক এক্ষেত্রে যেখানে ২০০২-র লিস্টে থাকা ব্যক্তির সঙ্গে লিঙ্ক ফিল করতে হয় সেখানে শামির ফর্মে কিছু লেখা হয়নি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola