আজ সকাল ১১টায় 'মন কি বাত' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রাজ্য থেকে দেশ-বিদেশের সব করোনা আপডেট-- দেখুন সকালের হেডলাইন্স
১। করোনা মোকাবিলায় দেশে লকডাউনের মাঝেই আজ সকাল ১১টায় মোদির মন কি বাত। ২৭ এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর।
২। ভারতে ৭৭৯ জন করোনা আক্রান্তের মৃত্যু। আক্রান্ত ২৫ হাজার। সুস্থ ৫২১০। মহারাষ্ট্রে মৃত পুলিশকর্মী। মৃত্যুর হার কমছে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।
৩। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণার দাবি সনিয়ার। চিঠি প্রধানমন্ত্রীকে। গরিবের জন্যই মোদি সরকার, পাল্টা বিজেপি।
৪। লকডাউনের একমাস পর শর্তসাপেক্ষে সংক্রমণহীন গ্রাম ও শহররাঞ্চলে খোলা যাবে দোকান। কর্মী থাকবে ৫০ শতাংশ। বাধ্যতামূলক সামাজিক দূরত্ব, নির্দেশিকা কেন্দ্রের।
৫। সংক্রমণহীন এলাকায় বন্ধ শপিং মল, মদের দোকান, সেলুন, স্পা। করোনা সংক্রমিত এলাকায় বন্ধই দোকান। অত্যাবশ্যকীয় পণ্য সংবরাহ করতে পারবে ই-কমার্স সংস্থা।
৬। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৩ জন। একদিনে সংক্রমিত ৩৮। করোনা আক্রান্ত হয়ে মৃত ১৮। হোম কোয়ারেন্টিনে ২৩ হাজার ৬১৮ জন।
৭। করোনা আক্রান্ত স্কুল অফ ট্রপিক্যালের ফার্মাসিস্ট, ন্যাশনাল মেডিক্যালের জুনিয়র চিকিৎসক ও কলকাতা মেডিক্যালের নার্স। সংক্রমিত বর্ধমান ডেন্টালের চিকিৎসকও।
-- দেখুন আরও খবর সকালের হেডলাইন্স
Tags :
Morning Headlines Corona Updates Mann Ki Baat Abp Ananda PM Narendra Modi Covid-19 Coronavirus PM Modi