লকডাউনের জেরে বাড়ছে চোরাশিকারিদের দৌরাত্ম্য
জঙ্গলে কোথাও পরে হরিণের দেহ, কোথাও আবার আধমরা খরগোশ। লকডাউনের নিস্তব্ধতায় মানুষ যখন গৃহবন্দি, সেই সময় ওই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে চোরাশিকারিদের দৌরাত্ম্য। উত্তরবঙ্গ থেকে পুরুলিয়া রাজ্যের একাধিক বনাঞ্চলে চলছে বন্যপ্রাণ শিকার। বিষয়টি নজরে আসতেই সতর্ক হয়েছে বনদফতর। জঙ্গলে জঙ্গলে বাড়ানো হয়েছে নজরদারি। চোরা কারবারে জড়িত সন্দেহে ইতিমধ্যেই পুরুলিয়া ও আলিপুরদুয়ারে থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে বিশেষ টাস্ক ফোর্স।
Tags :
Animal Killing Lockdown Poaching Lockdown Task Special Task Force Forest Minister Poachers Poaching Alipurduar Purulia Lockdown Coronavirus Covid-19