পশ্চিম মেদিনীপুর: লকডাউনে মদের আসর, পুলিশি অভিযানের মুখে সোজা গঙ্গায় ঝাঁপ মদ্যপদের
লকডাউনে মদের আসন বসেছিল পশ্চিম মেদিনীপুরে। পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়ে সোজা কংসাবতী নদীতে ঝাঁপ দেয় মদ্যপরা। পশ্চিম মেদিনীপুরের পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে চোলাই মদের ভাটি উচ্ছেদের অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ মদের ভাটির ৪ জন মালিককে গ্রেফতার করেছে।