সাপ্তাহিক লকডাউন : বৃষ্টি উপেক্ষা করে লেক টাউনে নাকা চেকিং পুলিশের
Continues below advertisement
লেক টাউনে লকডাউনে শুনশান রাস্তাঘাট। দুই একটা গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। পুলিশ সেখানেও একইভাবে নাকা চেকিং করছে। বৃষ্টির মধ্যেও নথি দেখে তারপরেই ছাড়ছে গাড়িগ। কলকাতা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে।
Continues below advertisement