কোয়ারেন্টিন সেন্টার: 'সবাইকে জামাই আদর দেওয়া সম্ভব নয়', মন্তব্য শতাব্দীর, 'এটাই ওদের দৃষ্টিভঙ্গি', পাল্টা দিলীপ
Continues below advertisement
কয়েকদিন ধরে একাধিক জেলার কোয়ারেন্টিন সেন্টারে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ। কোথাও নেই খাবার, কোথাও আবার অমিল পানীয় জল! আর তার জেরে পথ অবরোধ একাধিক জায়গায়। এই বিক্ষোভ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সবাইকে জামাই আদর দেওয়া সম্ভব নয়, মন্তব্য সাংসদ শতাব্দী রায়ের। রাজ্যজুড়ে চূড়ান্ত অব্যবস্থা, পাল্টা দিলীপ ঘোষ।
Continues below advertisement
Tags :
Politics In Bengal Satabdi Roy Coronavirus In Bengal Migrant Workers Abp Ananda BJP TMC Dilip Ghosh