Case Deben Na Please: আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ মোদির।

আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ মোদির।  রাষ্ট্রপতি ভবনে সন্ধে সোয়া ৭টায় শপথ। সকালে শ্রদ্ধা জানালেন রাজঘাট ও অটল সমাধি স্থলে। দিল্লিতে হাজির প্রতিবেশী রাষ্ট্রপ্রধানরা।  মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। মোদি মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি। শপথ নেবেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও। এবারও পূর্ণ মন্ত্রী পাচ্ছে না বাংলা।  মোদির শপথে যোগদান ঘিরে ভিন্ন অবস্থান ইন্ডিয়া জোটের দুই শরিককের। তৃণমূল আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিলেও যাচ্ছে কংগ্রেস। থাকবেন স্বয়ং কংগ্রেস সভাপতি খাড়গে।রাজনৈতিক ব্যঙ্গচিত্র দেখে আবার যেন কেস দেবেন না প্লিজ। কলকাতার ২ আসনে জিতলেও পুরসভায় পদ্মকাঁটা বিদ্ধ তৃণমূল। খাস কলকাতায় ৪৫টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। ধরাশায়ী দেবাশিস কুমার থেকে অরূপ চক্রবর্তী, পিছিয়ে একাধিক তৃণমূলের হেভিওয়েট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola