৭:৩০টায় সারাদিন : ডিভিশন বেঞ্চেও ধাক্কা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ।Bangla News
ডিভিশন বেঞ্চেও ধাক্কা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় নির্দেশ দিতে অস্বীকার করল ডিভিশন বেঞ্চ। নিয়ম অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার। হাজিরা দিলেও যাতে গ্রেফতার করা না হয়, তার জন্য ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। সিবিআই সূত্রে দাবি, চার পাতার প্রশ্নপত্র তৈরি।
সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। পার্থ চট্টোপাধ্যায়ের করা মামলায় নির্দেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মন্ত্রী পরেশ অধিকারী। এদিন ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখায়, পরেশ অধিকারীকে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।