Abhijit Mukherjee: ‘নতুন করে আর কী সমস্যা হবে’, অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেস-ত্যাগ নিয়ে প্রতিক্রিয়া অধীরের
আজই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন জঙ্গিপুরের (Jangipur) প্রাক্তন কংগ্রেস (Congress) সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। বিগত বেশ কয়েকদিন ধরেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা চলছিল প্রণব-পুত্র অভিজিতের। অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, “তিনি মনে করেছেন তৃণমূলে কংগ্রেসে যোগদান করবেন, তাই করেছেন। কংগ্রেসের পুরনো সাংসদ। প্রণব মুখোপাধ্যায় (Late Pranab Mukherjee) মহাশয়ের সন্তান। তাঁর স্বাধীন ইচ্ছা, স্বাধীন ভাবনা রয়েছে। তাঁরা কী করবেন না করবেন, সেই ব্যাপারে আমি কী বলব। আমার সঙ্গে ওঁর কোনও কথা হয়নি। উনি যে কংগ্রেসের সব পদ ত্যাগ করেছেন তার একটা চিঠি পাঠিয়েছেন। আমরা তো হেরে গিয়েছি, তাই নতুন করে আর কী সমস্যা হবে। তৃণমূল এঁদেরকে ভয় দেখিয়েছে কি না তা বলতে পারি না। এটা ওঁদের হিসেব নিকেশের ব্যাপার।“
এদিকে তৃণমূলে যোগ দেওয়ার আগে প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। কংগ্রেসকে বাঁচাতে রাহুল গাঁধী অনেক চেষ্টা করছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাহুলের চিন্তাধারার প্রয়োগ হচ্ছে না। বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করা ঠিক হয়নি, আপত্তি জানিয়েছিলাম।“