Abhishek Banerjee: CBI, ED ১০ বার করে তলব করেছে, আমি ভই পাই না: অভিষেক।Bangla News

Continues below advertisement

"আমরা সবাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। এখানে সবাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছে। ফেসবুক, ট্যুইটারে লড়াই নয়, মাঠে নেমে লড়ে তৃণমূল। গত ৮ বছর ধরে কংগ্রেস বিজেপির কাছে হেরেছে। আর গত ৮ বছর ধরে বিজেপি তৃণমূলের কাছে হেরে চলেছে। ত্রিপুরায় আমার উপর হামলা হয়েছে, সুস্মিতা দেবের গাড়ি ভাঙা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস ময়দান ছেড়ে পালিয়ে আসেনি। তৃণমূল কংগ্রেস মন্দির ছাড়া কোথাও মাথানত করে না। আগামী একবছরে ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন। দুই রাজ্যেই তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। আগামী লোকসভা ভোটে অসমে ১৪টি আসনে ১০ আসনে জিততে হবে। বিজেপিকে হারানোর জন্য যা করা প্রয়োজন তৃণমূল করবে। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল লড়াই করবে। তৃণমূল কংগ্রেসকে সিবিআই, ইডি-র ভয় দেখিয়ে লাভ নেই। কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেস ভয় পায় না। আমাকে সিবিআই, ইডি ১০ বার করে তলব করেছে। আমি সিবিআই, ইডি-কে ভয় পাই না।" অসমে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram