Abhishek Banerjee Tweets: ‘নিজের বাড়ির CCTV ফুটেজই সামনে আনতে পারলেন না’, তুষার মেহতাকে ট্যুইট-কটাক্ষ অভিষেকের

“দেশের সম্মানীয় সলিসিটর জেনারেল (Solicitor General) তুষার মেহতা (Tushar Mehta) ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও নিজের কথার প্রমাণ হিসেবে নিজের বাড়িরই ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সামনে আনতে পারলেন না। সলিসিটর জেনারেল, এরকম দুর্বল যুক্তি দিয়ে আপনি দেশে বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন, সলিসিটর জেনারেল হিসাবে নয়”, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তুষার মেহতার সাক্ষাৎ প্রসঙ্গে ট্যুইটে কটাক্ষ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

এদিকে, তিনমাস পর দেশে করোনায় (Corona) দৈনিক সংক্রমণ নামল ৪০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭২৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭৯৬। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ২ হাজার ৭২৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭১। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪২ হাজার ৩৫২।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola