‘গরিব কল্যাণ রোজগার যোজনায় বাংলা বাদ’, রেগে ট্যুইট অভিষেকের, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর
Continues below advertisement
কেন বাংলার ১১ লক্ষ পরিযায়ী শ্রমিকদের অবহেলা? কেন গরিব কল্যাণ রোজগার যোজনা থেকে বাদ বাংলা? প্রধানমন্ত্রীকে নিশানা করে ট্যুইট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি লেখেন, দেখে আশ্চর্য হলাম, গরিব কল্যাণ রোজগার যোজনার প্রকল্পে বাংলার একটি জেলাকেও অন্তর্ভুক্ত করা হয়নি।
Continues below advertisement
Tags :
Garib Kalyan Yojona Scheme ABP News Live Bengali ABP Ananda LIVE Adhir Chowdhury Abp Ananda Narendra Modi Congress TMC Abhishek Banerjee