Adhir Chowdhury: 'TMC-র লোক হলেই ভ্যাকসিন পেতে অগ্রাধিকার', রাজ্য সরকারকে কটাক্ষ অধীরের | Bangla News

Continues below advertisement

'পশ্চিমবঙ্গে করোনা (Corona) ভয়ঙ্করভাবে বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকার সতর্ক নয়। বাংলায় মাত্র ২৭ শতাংশ মানুষের ডবল ডোজ টিকা হয়েছে। যেখানে সর্বভারতীয় স্তরে ৩৩ শতাংশ মানুষের ডবল ডোজ টিকা হয়েছে। সেখানেও আমরা পিছিয়ে আছি। দিদির (Mamata Banerjee) ভ্যাকসিন কবে আসবে আমরা জানি না। সেই ভ্যাকসিন দু'নম্বরি কী না তাও জানি না। ' প্রশ্ন অধীরের। তাঁর অভিযোগ , 'এখানে কিছু জানতে দেওয়া হয় না। তৃণমূলের (TMC) লোক হলে তাঁর ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা বেশি। তৃণমূলের লোক না হলে সে যদি অসুস্থও হয়, তাও ভ্যাকসিন দেওয়া হয় না। রেল নিয়ে রাজ্যের আরও সতর্ক হওয়া উচিত ছিল। এখানে কোনও আলোচনা হয় না। দিদি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না', আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram