'পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হলে ভোটে লড়বে না কংগ্রেস,' কমিশনে জানালেন অধীর, পাল্টা পার্থ
মুর্শিদাবাদে পুলিশকে সঙ্গে নিয়েই ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ অধীরের। তিনি জানালেন যে ভোটের নামে গুন্ডামি করে চলেছে তৃণমূল এবং তাতে মদত যোগাচ্ছে পুলিশ। এই অভিযোগ এক কথায় বানচাল করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জানালেন নিজেদের অক্ষমতা ঢাকতেই এমন মন্তব্য কংগ্রেসের।
Tags :
Partha Chattopadhyay Congress Leader Goons Murshidabad Adhir Chowdhury Elections Vote Police TMC