উত্তরবঙ্গে বিজেপির আদিবাসী ভোটে থাবা তৃণমূলের, মলয়-ঋতব্রতর হাত ধরে দলবদল টাইগারের
Continues below advertisement
আজ তৃণমূল ভবনে সাংবাদিকদের সামনে তৃণমূলে যোগ দেন আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ ওরফে টাইগার। এদিন তৃণমূল নেতা মলয় ঘটক (Moloy Ghatak) ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ( Ritabrata Banerjee) হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উন্নয়নে আকৃষ্ট হয়েই তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন এই আদিবাসী নেতা। এর ফলে উত্তরবঙ্গে চা বাগান এলাকায় শক্তিশালী হবে তৃণমূল।
Continues below advertisement
Tags :
Bengal Election ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC BJP West Bengal Elections 2021