Oppositions’ Meet: আজ শরদ পওয়ারের বাসভবনে বিজেপি-বিরোধী ১৫টি দলের বৈঠক, আমন্ত্রিত তৃণমূলও

Continues below advertisement

আজ বিকেলে দিল্লিতে (Delhi) এনসিপি (NCP) প্রধান শরদ পওয়ারের (Sharad Pawar) বাসভবনে বৈঠকে বসতে চলেছেন বিরোধী দলের শীর্ষ নেতারা। আমন্ত্রণ জানানো হলেও সম্ভবত কংগ্রেসের (Congress) কেউ বৈঠকে থাকবেন না। এর মধ্যেই গতকাল ফের পওয়ারের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। লোকসভা ভোট এখনও বহুদূর। কিন্তু আগামী বছর পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর। এর মধ্যে পঞ্জাব বাদে সবকটি রাজ্যেই এখন বিজেপি (BJP) সরকার। আর এই রাজ্যগুলিতে বিজেপিকে ধাক্কা দিতে কি কেন্দ্রীয় স্তরে মোদি-বিরোধী দলগুলি একসঙ্গে আসতে চলেছে? এই জল্পনা উস্কে দিয়ে মঙ্গলবার বিকেলে এনসিপি প্রধান শরদ পওয়ারের দিল্লির বাসভবনে বৈঠকে বসতে চলেছে এক ঝাঁক বিরোধী দলের শীর্ষ নেতারা। সূত্রের খবর, এই বৈঠকে কংগ্রেস, তৃণমূল (TMC), বাম, আম আদমি পার্টি (AAP), আরজেডি (RJD), ন্যাশনাল কনফারেন্স-সহ ১৫টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কংগ্রেসকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও সূত্রের খবর, সম্ভবত তাঁদের কেউ বৈঠকে থাকবেন না। মঙ্গলবারের এই বৈঠক ঘিরে জল্পনা জোরাল হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram