Nisith Pramanik: দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক? বিতর্ক উস্কে ট্যুইট কংগ্রেস সাংসদের

Continues below advertisement

দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) বাংলাদেশের নাগরিক? বিতর্ক উস্কে ট্যুইট কংগ্রেস সাংসদ রিপুন বরার।  একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখ করে ট্যুইট করেছেন তিনি। ট্যুইটে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন বরা লিখেছেন, ‘একজন বিদেশি নাগরিক কেন্দ্রীয় মন্ত্রী, বিষয়টি গভীর উদ্বেগের। তদন্ত করে বিষয়টি স্পষ্ট করতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।’

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে রিপুন বরা লিখেছেন, বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে, নিশীথ প্রামাণিক বাংলাদেশি নাগরিক। তাঁর জন্মস্থান বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুর। তিনি কম্পিউটার নিয়ে পড়াশোনার জন্য এ দেশে আসেন। ডিগ্রি লাভের পর তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পরে বিজেপিতে যোগ দিয়ে কোচবিহারের সাংসদ নির্বাচিত হন। 

এ ব্যাপারে কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায় বলেছেন, তিনি বিষয়টি সোশাল মিডিয়ায়  প্রথম তুলেছিলেন।  তারই ফলস্বরূপ রাজ্যসভা সাংসদ তদন্তের আর্জি জানিয়েছেন।তিনি বলেছেন, বিষয়টির খোলসা হওয়া প্রয়োজন। 

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ করলেই তো হবে না। যাঁরা অভিযোগ করছেন, তাঁরা প্রমাণ দিন। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, অভিযোগ করলেই তা প্রমাণ হয় না। সারবত্তা থাকলে মানুষের সামনে আনুন, অভিযোগ করে প্রচারের আলোয় এনে প্রচারের আলো টানতে চাইছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram