Amit Shah to visit West Bengal: ফের বঙ্গসফরে অমিত শাহ, ১৯ তারিখ বনগাঁর সভায় CAA নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা

Continues below advertisement

জেপি নাড্ডার কনভয়ে হামলা বিতর্কের মধ্যেই ১৮ ডিসেম্বর রাতে রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। ১৯ ডিসেম্বর উত্তর চব্বিশ পরগণা যাবেন তিনি। সেখানে মতুয়াদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন বনগাঁয় জন-সম্পর্ক অভিযানে অংশ নেবেন তিনি। বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসারও কথা ওই দিন। সূত্রের খবর, ওইদিন নাগরিকত্ব আইন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন তিনি। ২০ তারিখ যাবেন শান্তিনিকেতনে। যোগ দেওয়ার কথা এক সরকারি অনুষ্ঠানে। সফর আগে থেকে ঠিক থাকলেও সম্প্রতি নাড্ডার সফরের সময়ে ঘটনা ঘটনাক্রমের জেরে আলাদা রাজনৈতিক মাত্রা পেয়ে গিয়েছে অমিত শাহের আসন্ন বঙ্গ সফর। তৃণমূল অবশ্য সেই সফরকে গুরুত্ব দিতে নাারাজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram