Anisur Rahman Arrest: 'আনিসুরকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মুক্তি দিয়েছিল রাজ্যসরকার', শাসকদলকে আক্রমণ Suvendu Adhikari-র

Continues below advertisement

কোলাঘাট থেকে গ্রেফতার করা হল আনিসুর রহমানকে (Anisur Rahman)। তাঁকে তমলুকে আনা হচ্ছে। ছাড়া পেয়েও ফের গ্রেফতার আনিসুর রহমান। পাশকুঁড়ায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আনিসুর রহমান। এই নিয়ে বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী বলেন (Suvendu Adhikari) বলেন, "আনিসুর প্রমাণিত খুনি। তাকে রাজ্যসরকার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মুক্তি দিয়েছিল। তাতে রাজ্যসরকার রাজধর্ম পালন থেকে সরে গেল।" শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "পরিকল্পিতভাবে আনিসুরকে দোষ দেওয়া হচ্ছে। তাকে অভিযুক্ত করা হচ্ছে। বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমরা মনে করি দোষী ব্যক্তি শাস্তি পাবে। কিন্তু নির্দোষরা যেন শাস্তি না পায়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram