Anti-Defection Law: শিশির-সুনীলকে লোকসভার সচিবালয়ের চিঠি, ১৫ দিনের মধ্যে জবাব তলব
Continues below advertisement
শিশির অধিকারী (Sisir Adhikari), সুনীল মণ্ডলকে (Sunil Mondal) লোকসভার সচিবালয়ের চিঠি। দলত্যাগ-বিরোধী আইনে (Anti-Defection Law) ২ সাংসদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়? ১৫দিনের মধ্যে শিশির অধিকারী, সুনীল মণ্ডলের জবাব চেয়ে সচিবালয়ের চিঠি। সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেয় তৃণমূল। তৃণমূলের জোড়া চিঠির প্রেক্ষিতে শিশির অধিকারী এবং সুনীল মণ্ডলকে চিঠি দিল সচিবালয়। এই প্রসঙ্গে শিশির ও সুনীলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) জানিয়েছিলেন যে তিনি অভিযোগ পেয়েছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বক্তব্য শোনার জন্য নোটিস পাঠানো হবে। তাঁদের বক্তব্য পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Continues below advertisement
Tags :
TMC BJP ABP Ananda Lok Sabha ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Om Birla Sisir Adhikari Sunil Mondal Lok Sabha Secretariat Speaker Om Birla