Anubrata Mondal on Mukul Roy: 'রাতে গোয়ালে অনেক গরুই দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়, সকালে ফিরে আসে', মুকুল প্রসঙ্গে অনুব্রত

Continues below advertisement

তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় (Mukul Roy) ও শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, "একুশে মুকুল রায় ছিল না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় চাণক্য আর নেই। রাতে গোয়ালে অনেক গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়। আবার সকালে ফিরে আসে। ওনার দড়ি ছিঁড়ে গিয়েছিল।"

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram