Arjun Chaurasia: 'হুমকি থেকেই কি গলায় ফাঁস?', অর্জুনের ময়নাতদন্তের রিপোর্ট প্রসঙ্গে সুভাষ সরকার

Continues below advertisement

'আমরা দেখেছি বারবার অর্জুন চৌরাসিয়ার উপর বারবার হুমকি এসেছে। সে বারবার থানাতে জানিয়েছে। তার বাড়ির লোকেরাও সেইদিন রাত্রিবেলা থানায় জানিয়েছিল। তারা যদি চেষ্টা করত, ফোন নাম্বার ট্র্যাক করত, তাহলে হয়ত এই দুর্ঘটনা থেকে রক্ষা করা যেত। ময়নাতদন্তের রিপোর্ট এসেছে ঠিকই। এখন প্রশ্ন হল ,সে গলায় ফাঁস দিতে গেল কেন? কেন তার অবসাদ? কোন হুমকি থেকে এমনটা হল সেটাও জানার বিষয় আছে।',কাশীপুরে মৃত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট প্রসহ্গে প্রতিক্রিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram