Babul on Resignation: 'মন্তব্যের ভুল ব্যাখা হচ্ছে', সোশাল মিডিয়া পোস্ট-বিতর্কে সাফাই বাবুলের

Continues below advertisement

'পদত্যাগ করতে বলা হয়েছিল, এবং আমি তা করেছি।' মোদি-মন্ত্রিসভার রদবদলের দিনে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মন্ত্রিত্ব ছাড়ার কথা জানালেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সঙ্গে হাসির ইমোজি দিয়ে জুড়লেন, ‘ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে।’ অনুগত সৈনিকের মতো হাইকমান্ডের বার্তায় তিনি পদত্যাগ করলেও ব্যক্তিগতভাবে যে তিনি ব্যথিত সেই অনুভূতিও চেপে রাখেননি বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, 'সমস্ত সহকর্মীর জন্য অনেক শুভেচ্ছা রইল। সবার নাম আলাদা করে নিচ্ছি না তবে বাংলা থেকে যারা মন্ত্রী হতে চলেছেন তাদেরকে আলাদা করে অভিনন্দন। নিজের জন্য অবশ্যই মনখারাপ, তবে বাকিদের জন্য খুশি। এগিয়ে চলো।' 

সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "ওনাকে তাড়িয়ে দিলে ভালো হতো? ১২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন, কেউ এমন লেখেন নি।"

দিলীপের মন্তব্যের পাল্টা বাবুল সুপ্রিয় বলেন, "আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি গুজব ওড়ার কথা বলেছি। নাড্ডাজি ফোন করে বলেন, আমাকে সংগঠনের কাজে লাগানো হবে। বাদ দেওয়ার কথা যিনি বলেছেন তিনি ব্যাপারটা বুঝতে পারেননি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram