হাঁসদা পরিবারকে নিয়ে টানাপোড়েন, 'অসুস্থ মেয়ের চিকিৎসার খরচ বিজেপির', জানালেন সুভাষ সরকার
Continues below advertisement
অমিত শাহের মধ্যাহ্ন ভোজের পরেই বাঁকুড়ার আদিবাসী পরিবারকে নিয়ে শুরু টানাপড়েন। গতকাল তৃণমূল কংগ্রেসের পর আজ চতুরডিহি গ্রামে সেই বাড়িতে যান বিজেপি সাংসদ সুভাষ সরকার। তাঁর দাবি, 'মধ্যাহ্ন ভোজের দিন ওই পরিবার তাঁদের মেয়ের অসুস্থতার কথা অমিত শাহকে জানিয়েছিলেন। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ওই কিশোরীর চিকিৎসার ব্যবস্থা করবে বিজেপির রাজ্য নেতৃত্ব।' এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরার দাবি, 'বিভীষণ হাঁসদা তাদের সমর্থক। অন্যদিকে সুভাষ সরকার চলে যাওয়ার পর বিভীষণ হাঁসদার বাড়িতে যান বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও বিপ্লব কুমার রায়। তিনি বলেন, 'জেলা প্রশাসনের নির্দেশে আমি এখানে এসেছি।' গৃহকর্তা অবশ্য দাবি করেছেন, 'আমি কোনও রাজনৈতিক দলের সমর্থক নয়।'
Continues below advertisement