'হেমচন্দ্র কানুনগো, বারীন ঘোষ, উল্লাসকর দত্তের নামে Andaman-এ সেল হয় না, হয় মুচলেকা দেওয়া Savarkar-এর নামে', কটাক্ষ Bratya Basu-র

Continues below advertisement
শুক্রবার TMC ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন Bengal Minister ব্রাত্য বসু। এদিন তিনি নাম না করে BJP-র কেন্দ্রীয় নেতৃত্বকে তোপ দেগে বলেছেন, 'আজকে যারা এখানে পরমবীর প্রচারক পরম মহামণ্ডলম নামে আসছেন, তাঁদের বাপ-ঠাকুর্দারা ওখানে ব্রিটিশদের জোয়াল কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।' একটা Gujrat বা UP-র লোক দেখাতে পারেন স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের দড়ি গলায় পরেছে? এদিন এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন Bratya Basu। তাঁর দাবি, 'Surya Sen-র দেহ সাহেবরা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছিল। কিন্তু হেমচন্দ্র কানুনগো, উল্লাসকর দত্ত এঁদের নামে Andaman-এ সেল হয় না। সেল হয় কার নামে, পাঁচবার মুচলেকা দেওয়া Vinayak Damodar Savarkar-র নামে।' তাঁর আরও খোঁচা, 'আজ তাঁরাই এসে বলছেন বাংলা চালাবো।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram