Bengal Top News : 'দল দেখে ভ্যাকসিন বাংলায়', নাড্ডার অভিযোগ ওড়ালেন সৌগত | Bangla News

Continues below advertisement

বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলার সন্ত্রাস প্রসঙ্গ। ভোটের পর খুন ৫৩ কর্মী। ঘরছাড়া কর্মীরা, দাবি জেপি নাড্ডার (JP Nadda)। মিথ্যে অভিযোগ, কোনও সন্ত্রাস হয়নি, পাল্টা সৌগত রায়। 
বাংলায় অতুলনীয় উত্থান। বিধানসভায় ৭৭ আসনে জয়। বাংলায় নতুন অধ্যায় রচনা করবে বিজেপি, মন্তব্য নাড্ডার। উপনির্বাচনে বিজেপির জামানত বাজেয়াপ্ত, পাল্টা তৃণমূল (TMC)। 
কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন দল দেখে দেওয়া হচ্ছে বাংলায়, অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। কোনও দলবাজি হয়নি। নিয়ম মেনেই ভ্যাকসিন বণ্টন, পাল্টা দাবি সৌগত রায়ের। 
কেন্দ্রের বিনামূল্যে রেশন বন্ধের প্রতিবাদ জানাল তৃণমূল (TMC)। আরও ৬ মাস চালু রাখতে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি দিলেন সৌগত রায়। একই দাবি জানিয়েছেন বামেরাও। বিরোধীরা এমন দাবি জানালেও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যুক্তি দিয়েছে কেন্দ্র।  পেট্রোলে ১০টাকা, ডিজেলে ৫টাকা ভ্যাটে ছাড় কংগ্রেস শাসিত পঞ্জাব সরকারের। বাকি রাজ্যও কমাক, আবেদন উপেন্দ্র যাদবের। ৪০টাকা বাড়িয়ে ৫টাকা কমিয়েছে কেন্দ্র, কটাক্ষ প্রিয়ঙ্কার (Priyanka Gandhi)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram