মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, করতে দেওয়া হয়নি, দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজীব বন্দোপাধ্যায়
Continues below advertisement
নাম না করেই দলের বিরুদ্ধে সরব বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। "রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, শুধু চুনোপুটি দেখিয়ে কিছু হবে না, সার্বিকভাবে দুর্নীতি দূর করতে হবে", বিস্ফোরক মন্তব্য রাজীব বন্দোপাধ্যায়ের। তাঁর কথায়, "দক্ষ লোকের যথাযথ বিচার হয় না, যোগ্যতা থাকলেও অনেকে সুযোগ পান না।" "কাজ করতে চেয়েছিলাম, করতে দেওয়া হয়নি", জানান বনমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Party Work Small Fish Rajiv Banerjee Forest Minister Shark ABP Live Press Conference Abp Ananda TMC