Pandabeswar Election Petition : 'পাণ্ডবেশ্বরে ভোট গণনায় কারচুপি', চ্যালেঞ্জ করে হাইকোর্টে জিতেন্দ্র তিওয়ারি

Continues below advertisement

তৃণমূলের (TMC) পর এবার ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে বিজেপি (BJP) প্রার্থী। হাইকোর্টে ইলেকশন পিটিশন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির (Jiten Tiwari)। পাণ্ডবেশ্বর তৃণমূল প্রার্থীর কাছে ৩ হাজার ভোটে হেরেছিলেন জিতেন্দ্র। কারচুপির অভিযোগে নির্বাচন খারিজের দাবিতে আদালতে মামলা। চলতি সপ্তাহেই এই মামলার বিচার পর্ব শুরু হতে পারে। এই মামলায় হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

নারদ মামলায় হলফনামা পেশ করার শুনানি শেষ হয়েছে। এই মামলায় আগামিকাল রায় দান করবে কলকাতা হাইকোর্ট। মামলায় শুরু থেকে ছিলেন, কেন এখন হলফনামা জমা দিতে চায় রাজ্য? প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। ৭ জুন রাজ্য হলফনামা জমা দেওয়ার আবেদন জানিয়েছে। সব তথ্য রাজ্য সরকারের কাছে রয়েছে। আদালতে উল্লেখ অ্যাডভোকেট জেনারেলের। আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই আদালতে হলফনামা জমা দেওয়া প্রয়োজন। সওয়াল অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর। এটি শুধু স্থানান্তরের মামলা নয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এটি কোনও দেওয়ানি মামলাও নয়। সিবিআই (CBI) হলফনামা জমা দেওয়ার বিরোধিতা করতে পারে না। সওয়াল রাকেশ দ্বিবেদীর। মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী অভিযুক্ত নন। তাঁদের পার্টি করা হয়েছে শুনানিতে মন্তব্য বিচারপতি হরিশ ট্যান্ডনের। ১৭ মে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন। মন্তব্য তুষার মেহেতার। যে তথ্য রাজ্যের কাছে রয়েছে তা হলফনামা আকারে দিলে আপত্তি কোথায় সিবিআইয়ের? সলিসিটর জেনারেলকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। পরিকল্পিতভাবে নির্দিষ্ট সময়ে জমা দেননি মুখ্যমন্ত্রী, শুনানিতে সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহেতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram