BJP KMC Protest Rally: বিক্ষোভ অভিযানের মাঝেই অসুস্থ মহিলা বিজেপি কর্মী
আজ ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপির (BJP) পুরসভা অভিযান। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে পথে পুরসভা অভিমুখে বিজেপির (BJP) মিছিল যাওয়ার কথা ছিল, সেই পথ আচমকাই পরিবর্তন করে গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে রওনা দেয় বিক্ষোভকারীরা। ওয়েলিংটন স্কোয়ার হয়ে এসএন ব্যানার্জী রোড (SN Banerjee Road) ধরে মিছিল যাওয়ার কথা ছিল। সেন্ট্রাল অ্যাভিনিউর (Central Avenue) হিন্দুস্তান বিল্ডিংয়ের কাছে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। তারই মধ্যে এক মহিলা বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন। রাস্তাতেই শুয়ে পড়েন তিনি। অ্যাম্বুল্যান্সের দাবি করা হয় তাঁর তরফে। রয়েছেন প্রচুর মহিলা পুলিশ। তাঁরা জায়গাটি ঘিরে ফেলেন। আস্তে আস্তে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এদিকে, মিছিলের মাঝপথেই বিজেপি কর্মীদের গ্রেফতার (Arrest) করে বাসে তোলা হয়। তাদের আটক করে লালবাজারে (Lalbazar) নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় সরকার এবং পুলিশের সমালোচনায় সরব হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), সায়ন্তন বসু (Sayantan Basu) সহ বিজেপি নেতারা।