BJP KMC Protest Rally: ‘বিধির বিধান কি শুধু বিজেপির জন্য?’, পুলিশের অনুমতি না মেলা প্রসঙ্গে দিলীপ ঘোষ

Continues below advertisement

আজ ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপির (BJP) পুরসভা অভিযান। এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমাদের সাজো সাজো রব। যথাসময় যথাস্থানে আমাদের কর্মীরা পৌঁছে যাবেন। সেখান থেকে আমরা কলকাতা পুরসভার দিকে রওনা দেব। করোনার সময়েই তো আর একটি রাজনৈতিক দল সিজিও কমপ্লেক্সে জমায়েত করেছে, তখন পুলিশ কোথায় ছিল? বিধির বিধান কি শুধু আমাদেরই জন্য? যে অন্যায় হচ্ছে, ভ্যাকসিন নিয়ে যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। আজ বিক্ষোভের মূল দাবি ভ্যাকসিন কেলেঙ্কারির প্রতিবাদ। পাশাপাশি বিজেপি কর্মীরা যে রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে তা বন্ধের দাবিতেও আজ আমাদের বিক্ষোভ।“

এদিকে পুলিশ সূত্রের খবর, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করার কথা বিজেপির নেতা কর্মীদের। সেখান থেকে মিছিল করে যাওয়ার কথা কলকাতা পুরসভার (KMC) দিকে। তাই দুই জায়গাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, সুবোধ মল্লিক স্কোয়ারে দায়িত্বে থাকবেন একজন যুগ্ম-কমিশনার, দু’জন অতিরিক্ত কমিশনার, তিনজন ডেপুটি কমিশনার। পাশাপাশি তৈরি রাখা হবে ক্যুইক রেসপন্স টিম (QRT), HRFS ও জল কামান। অন্যদিকে পুরসভার দিকে দায়িত্বে থাকবেন দু’জন যুগ্ম-কমিশনার, একজন অতিরিক্ত কমিশনার, ৮ জন ডেপুটি কমিশনার। তৎপরতাস্বরূপ কলকাতা পুরসভার দরজা পুরোপুরি খোলা হচ্ছে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram