PAC chairman controversy: পিএসি-বিতর্কে বিধানসভার ৮ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের
পিএসি বিতর্কে এবার রাজ্য বিধানসভার (WB Assembly) সব'কটি স্ট্যান্ডিং (Standing Committee) কমিটি থেকে ইস্তফা দিলেন বিজেপির বিধায়করা (BJP MLA Resign)। দলীয় সূত্রে খবর, মুকুল রায়কে (Mukul Roy) পিএসি চেয়ারম্যান (PAC Chairman) করার প্রতিবাদেই এই সিদ্ধান্ত।
বিধানসভার ৮টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্য়ানের পদে আসীন ছিলেন বিজেপি বিধায়করা। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে সমস্ত স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলেন ৮ বিজেপি বিধায়কই।
পদত্যাগ করলেন বিজেপির মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, কৃষ্ণ কল্যাণী, নিখিলরঞ্জন দে, বিষ্ণুপদ শর্মা, দীপক বর্মণ, অশোক কীর্তনিয়া ও আনন্দময় বর্মণ। এরপরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবন যান বিজেপি বিধায়করা।
রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, ‘পিএসি বিতর্কের জেরে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের। বিধানসভা পরিচালনার ক্ষেত্রে রক্ষকের ভূমিকায় রাজ্যপাল। যেভাবে জনগণকে বঞ্চিত করা হচ্ছে, তার প্রতিবাদ বিজেপির। যারা খরচ করবেন, তারাই কীভাবে হিসেব রাখবেন?যা হয়েছে, তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তার জন্য বিরোধীদলের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়।বিজেপির দেওয়া তালিকা থেকে একজনকে মনোনয়ন দেওয়া উচিত ছিল। প্রথা ভেঙে এবার পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে’
শুভেন্দু আরও বলেন, ‘আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সভাপতিকে মুকুল রায় পার্টির পতাকা ধরাচ্ছেন। এই মুহূর্তে মুকুল রায়ের ট্যুইটার অ্যাকাউন্টে তৃণমূল নেতার পরিচয়। নিজেই মুকুল বলছেন আমি তৃণমূলের। দলত্যাগ বিরোধী আইনে এব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়েছি। গোটা দেশে এই প্রতিবাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষের কাছে বিষয়টি জানানোর চেষ্টা করছি।’
বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন মুকুল রায়। যদিও, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, বিরোধী বিধায়ক হিসেবেই তাঁকে এই পদ দেওয়া হয়েছে।