BJP: 'পশ্চিমবঙ্গের হিংসা নিয়ে সারা দেশ চিন্তিত', কর্মসমিতির বৈঠকের পর বললেন দিলীপ ঘোষ। Bangla News

Continues below advertisement

কর্মসমিতির বৈঠকে বাংলায় সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি। বাংলায় ভোটের পর ৫৩ জন কর্মী খুন হয়েছেন। লক্ষাধিক কর্মী ঘরছাড়া। তা সত্ত্বেও বাংলার মানুষ বিজেপির পাশে দাঁড়িয়েছে। প্রাপ্ত ভোট ৩৮ শতাংশ হয়েছে।এবিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন,"পশ্চিমবঙ্গের হিংসা নিয়ে সারা দেশ চিন্তিত। রাষ্ট্রীয় সভাপতি সেটা বলেছেন। রাজনৈতিক প্রস্তাবে বিষয়টি বড় করে এসেছে। গোয়ার মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, বাংলার হিংসা তাদের রাজ্যে চলবে না। রাজনীতির মধ্যে হিংসা আসা উচিত নয়। নাড্ডাজি বলেছেন, বাংলার প্রত্যেক কর্মীর পিছনে আমরা রয়েছি। গণতান্ত্রিক উপায়ে বাংলায় ক্ষমতায় আসব।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram