BJP Workers Joins TMC: বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন ডোমজুড়ের ৩৫ বিজেপি কর্মীর
ঘরে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে (TMC) ফিরলেন হাওড়ার ডোমজুড়ের (Domjur) ৩৫ জন বিজেপি (BJP) কর্মী। ডোমজুড়ের সলপ মিশ্রপাড়ার বাসিন্দা ওই ৩৫ জন বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের (Kalyan Banerjee) উপস্থিতিতে বাড়ি ফেরেন তাঁরা। তাঁদের দাবি, ঘরে ঢোকার আগে গঙ্গাজল ছিটিয়ে তাঁরা বাড়ি শুদ্ধ করে নিয়েছেন। এটা করার জন্য তাঁদের উপর চাপ দেওয়া হয়নি বলেও দাবি করেন তাঁরা। সেইসঙ্গে তাঁরা জানিয়েছেন, পরিবার নিয়ে শান্তিতে থাকতে চান। ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে। গত বিধানসভা নির্বাচনের সময় প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। নির্বাচনে পরাজয়ের পর থেকেই ঘরছাড়া ছিলেন প্রচুর বিজেপি কর্মী। তারপর গতকাল তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়।
তৃণমূল বিধায়কের দাবি, স্থানীয় বিবাদে জড়িয়ে ওই ৩৫ জন ঘরছাড়া হয়েছিলেন। তৃণমূলই এখন তাঁদের ঘরে ফিরিয়েছে। যদিও বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে এ সব করা হচ্ছে।