Dilip Ghosh: 'দেশের সুরক্ষা নয়, বিশেষ জনগোষ্ঠীকে খুশি করাই লক্ষ্য', BSF এক্তিয়ার-বিরোধী প্রস্তাব পাশ প্রসঙ্গে দিলীপ | Bangla News

Continues below advertisement

বিধানসভায় বিএসএফের (BSF) এক্তিয়ার-বিরোধী প্রস্তাব পাশ। প্রস্তাবের পক্ষে পড়ল ১১২টি ভোট, বিপক্ষে ৬৩টি ভোট। নিয়ম অনুযায়ী দিল্লিতে পাঠানো হবে এই প্রস্তাব। এপ্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "বিএসএফকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে। জওয়ানরা বহিরাগতদের ধরে পুলিশের হাতে তুলে দেবে। কংগ্রেস সরকার যখন এধরনের বিল নিয়ে এসেছিল, তখন কিন্তু বিরোধিতা করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তখন সরকারের সঙ্গে ছিলেন। যা হচ্ছে, সবটাই রাজনীতির কারণে। এদের কাছে দেশের সুরক্ষা বড় নয়। একটি বিশেষ জনগোষ্ঠীকে খুশি করার চেষ্টায় এরকম নাটক করা হচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram