Anubrata Mondal: ভোট পরবর্তী হিংসার মামলায় চতুর্থবারের জন্য তলব অনুব্রত মণ্ডলকে | Bangla News
abp ananda
Updated at:
02 Jun 2022 11:17 AM (IST)
ভোট পরবর্তী হিংসার মামলায় চতুর্থবারের জন্য তলব অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, আজ বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতিকে। গতকাল রাতে বোলপুর থেকে নিউটাউনের চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত। গত বছরের ২ মে, ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই মামলাতেই তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এর আগে তিনবার হাজিরা এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।