WB Politics: পৃথক রাজ্যের দাবি, এবার BJP বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের
বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ। নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। সম্প্রতি জন বার্লার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার মন্তব্যকে সমর্থন জানিয়েছিলেন শিখা। তৃণমূলের দাবি, পৃথক রাজ্যের দাবি তুলে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন তিনি। যদিও বিজেপির পাল্টা দাবি ঘোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল।
অন্যদিকে আলাদা রাজ্যের দাবিতে ফের সরব জন বার্লা (John Barla)। গতকাল মন্তব্য করার পর আজ তিনি দেখা করলেন রাজ্যপালের (Jagdeep Dhankhar) সঙ্গে। রাজ্যপালের সঙ্গে দেখা করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন আলিপুরদুয়ারের এই বিজেপি সাংসদ । আজ দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত নেতৃত্বের ১০ জন সদস্য। এরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ছিলেন বলে অভিযোগ রয়েছে বিজেপির। প্রায় ১ ঘন্টা বৈঠক করেন তাঁরা। বেরিয়ে এসে জন বার্লা জানান, এই বৈঠকে উত্তরবঙ্গ পৃথক রাজ্যের কথা নিয়ে কোনও আলোচনা হয়নি। এই বিষয়ে তিনি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেই কথা বলবেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, কিছুদিন ধরে উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবি জানাচ্ছিলেন তিনি। তাঁর এই বিস্ফোরক দাবি নিয়ে চলছে রাজনৈতিক তরজা। গতকাল দলের (BJP) তরফে কড়া বার্তার পরেও বঙ্গভঙ্গ-মন্তব্য নিয়ে বিতর্ক জিইয়ে রাখেন জন বার্লা (John Barla)। বাংলা-ভাগের দাবিতে তাঁর মন্তব্য নিয়ে যুক্তি দিয়েছেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ।