ছবি তোলার অছিলায় মঞ্চে উঠে অভিষেককে সপাটে চড়! অভিযুক্ত সেই যুবককে পাশে বসিয়ে বিতর্কে কণিষ্ক পণ্ডা
Continues below advertisement
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। ২০১৫ সালের ৪ জানুয়ারি চণ্ডীপুর যুব তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চড় মারেন দেবাশিষ আচার্য নামে জেলার এক যুবক। এবার সেই দেবাশিসকে পাশে বসিয়ে বিতর্কে জড়ালেন কণিষ্ক। যদিও এই ঘটনায় তৃণমূল জানিয়েছে, আসলে কে এই ঘটনা ঘটিয়েছিল, তা পরিষ্কার হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
Continues below advertisement
Tags :
Kanishka Panda Facebook Post Bengal Election Kanishka Panda ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda BJP TMC West Bengal Elections 2021 Abhishek Banerjee