Darjeeling: 'ভবিষ্যতে দার্জিলিং শহরে আর কোনও বন‍্ধ হবে না', ঘোষণা হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডের । Bangla News

ভবিষ্যতে দার্জিলিং শহরে আর কোনও বন‍্ধ হবে না। ঘোষণা করলেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। এই ঘোষণার প্রেক্ষিতে তৃণমূলের পাল্টা দাবি, বন‍্‍ধের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব তারাই। পাহাড়ের আরেক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চারও দাবি, তাদের পথেই চলছে হামরো। ভাল কাজের সমর্থন করা হবে, বলছে বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola