Derek O'Brien: 'সংসদের অধিবেশন শুরু হচ্ছে, অধিবেশন কক্ষে আসুন’, ট্যুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ডেরেকের
Continues below advertisement
‘সাংসদরা করোনা নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন চান না। প্রধানমন্ত্রী বা কনফারেন্স রুমের প্রেজেন্টেশন চাই না। সংসদের অধিবেশন শুরু হচ্ছে, অধিবেশন কক্ষে আসুন’, ট্যুইট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েনের (Derek O'Brien)।
অন্যদিকে, সরকারি চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। শ্যামনগরে আইনের ছাত্রীকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। জাল নিয়োগপত্রও দেন ওই অভিযুক্ত। অভিযুক্তের নাম মনোজ গোস্বামী। থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। অভিযোগ, মনোজ গোস্বামী বলেছিলেন তাঁর হাতে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে। অভিযুক্ত মনোজ গোস্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বউবাজার থানার পুলিশ। তাঁকে আজ আদালতে পেশ করা হয়। পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Continues below advertisement
Tags :
TMC BJP Parliament Session ABP Ananda Derek O'brien ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Political News Derek O'Brien Narendta Modi Derek’s Tweet