একটা ত্রিফলা আলো লাগানোর টাকাও গায়েব হয়, তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
আজ সকালে কপিলমুনির মন্দিরে পুজো দিয়েই চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকেই দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। ত্রিফলা আলো লাগানো থেকে রেশনে জনসাধারণকে চাল দেওয়া সবেতেই দুর্নীতি হয় বলে তাঁর অভিযোগ। একই সঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে মানুষের জন্য কী কী করবে, তা সকলের সামনে তুলে ধরেন দলের রাজ্য সভাপতি।
Tags :
Bengal Election Chai Pe Charcha ABP Ananda LIVE Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC BJP West Bengal Elections 2021 Dilip Ghosh