Dilip Ghosh: অর্জুন সিংহ বিজেপিতে আসার পর থেকেই তাঁকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের
ফের তৃণমূলকে (TMC) আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি বলেন, "ভাটপাড়া, ব্যারাকপুর লোকসভা এলাকা উপদ্রুত এলাকা হয়ে গিয়েছে। যেদিন থেকে অর্জুন সিংহ (Arjun Singh) আমাদের দলে এসেছেন, তখন থেকেই টার্গেট করা হচ্ছে। প্রতিনিয়ত তাঁকে আক্রমণ করে ভয়ের মধ্যে রাখা হচ্ছে। তাঁর লোকজনদের উপর আক্রমণ করা হচ্ছে। ইচ্ছা করেই ওখানে এমন পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে, যিনি সব ছেড়ে অর্জুন সিংহকেই বিরক্ত করেন।" এদিকে বিধানসভা ভোট এবং মন্ত্রিসভায় রদবদলের পর থেকে বেসুরোদের নিয়ে অস্বস্তি ক্রমশ বাড়ছে বিজেপিতে। এই প্রেক্ষাপটে ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি। আদি-নব্য দ্বন্দ্বে বর্ধমানে দিলীপের (Dilip Ghosh) সভাতেই বিশৃঙ্খলা হয়। পূর্ব বর্ধমান বিজেপি জেলা অফিসে দলীয় কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে কেন তাঁকে ঢুকতে দেওয়া হয়নি এই প্রশ্ন তুলে রাজ্যে সভাপতির কাছে যাওয়ার চেষ্টা করেন বিজেপির যুব মোর্চার নেতা ইন্দ্রনীল গোস্বামী।