Dilip Ghosh: 'ভাই ভাইদের ব্যবসা নষ্ট হবে বলে সীমান্তে ১০০০ কিমি তারকাঁটা দিতে দিচ্ছেন না', মমতাকে কটাক্ষ দিলীপের| Bangla News

Continues below advertisement

বিএসএফকে সম্মান করি। কিন্তু যে রাজনৈতিক ব্যক্তিরা এসব সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁরা সীমান্তে সংঘাত বাধাতে চান! উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে, বিএসএফের কর্মক্ষেত্রের পরিধি বাড়ানো প্রসঙ্গে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সকলকে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন তিনি। 

এবিষযয়ে পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "উনি কিছুই মানেন না। সংবিধান মানেন না, কোর্ট মানেন না। যেদিন ওনার ভাইদের BSF জেলে ঢুকিয়ে দেবে, সেদিন বুঝবেন। সব থেকে উত্তেজনাপ্রবণ হল বাংলাদেশ-বাংলা সীমান্ত। দিদিমণি হাজার কিলোমিটার তারকাঁটা দিতে দিচ্ছেন না, ভাইদের ব্যবসা নষ্ট হয়ে যাবে বলে। নেতা পুলিশ সকলে সেই ব্যবসায় যুক্ত।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram