Shyama Prasad Mukherjee: 'পশ্চিমবঙ্গ আজ ভারত-বিরোধী শক্তির গড়', শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকীতে আক্রমণ দিলীপের
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালনের মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "হয়তো সাময়িকভাবে শ্যামাপ্রসাদের তপস্যা ও বলিদানকে বঞ্চিত করা হয়েছিল। কিন্তু তার আদর্শে আমাদের মতো অসংখ্য কর্মী এগিয়ে চলেছে। তার ফল আজ দেশ পাচ্ছে। দেশ থেকে সাম্প্রতায়িকতাবাদ বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে আজ গণতন্ত্র নেই, ব্যক্তিস্বাধীনতা নেই, প্রশাসন নেই, বিরোধী দলের কর্মীদের সুরক্ষা নেই, সম্মান নেই, সেই পশ্চিমবঙ্গ আজ ভারত বিরোধী শক্তির গড় হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম ও সিমি, জামাত, আল কায়দা উগ্রপন্থীরা ঢুকে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতকে অস্থির করে রাখছে। বাংলায় যারা আমরা শ্যামাপ্রসাদের অনুগামী রয়েছি তাঁদের দায়িত্ব সেই মহাপুরুষের চিন্তাধারাকে বাস্তবে পরিণত করা। ৭০ বছর ধরে আমরা নিরন্তর তপস্যা করে এসেছি। বাংলার মানুষ আমাদের ত্যাগ, তপস্যা ও বলিদানকে স্বীকৃতি দিয়েছেন। এবারের বিধানসভা নির্বাচন সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা। বাংলার মানুষ চেয়েছিলেন রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হোক। আমাদের পরিশ্রমের কারণে বাংলার মানুষের মনের মধ্যে যে উৎসাহ জেগেছিল, কিন্তু আমার মনে হয় আমাদের পরিশ্রম ও ত্যাগ যথেষ্ট হয়নি। কিন্তু ৭০ বছর পরে আমাদের দলের ৭৭ জন বিধায়ক হওয়া আমাদের কাছে খুব বড় উপলব্ধি।"