Dilip on Kunal: 'মমতা কখন মুখ্যমন্ত্রী, কখন TMC-র প্রেসিডেন্ট বোঝা যায় না', কুণালের পাল্টা দিলীপ।Bangla News

Continues below advertisement

'ওঁর মুখ্যমন্ত্রী কী কথা বলেন? উনিও তো কখন মুখ্যমন্ত্রী আর কখন টিএমসির প্রেসিডেন্ট বোঝা যায় না। এই রাজ্যের যে দূরাবস্থা সেটা হোম মিনিস্টার সবথেকে ভালো জানেন। এখানকার পুলিশমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী। তাঁর যে যোগ্যতা সেটা সবাই জানে। একটা অপরাধীকে ধরার জন্য তাঁকে নাম ঘোষণা করতে হচ্ছে। তারপর পুলিশ যাচ্ছে।' অমিত শাহ চেয়ারের অপব্যবহার করছে', কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram