Durgapur Airport: 'আমরা সৃষ্টি করব, ওরা দেখাক', বিজেপিকে কটাক্ষ ফিরহাদ হাকিমের | Bangla News

Continues below advertisement

দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! "আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই, মা ফ্লাইওভারের পর এবার কাজী নজরুল ইসলাম (দুর্গাপুর) বিমানবন্দর। কীভাবে প্রকৃত উন্নয়ন করতে হয়, তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি", বিজেপিকে (BJP) খোঁচা দিয়ে ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC)। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটকে রিট্যুইট তৃণমূলের। এই মুহূর্তে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটার হ্যান্ডলে নেই ট্যুইটটি। এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "বিজেপি জীবনে কিছু করেনি। বিজেপির ওখানে কিছু দেখানোর নেই তাই আমাদের সরকারের তৈরি জিনিস দেখিয়ে মানুষকে বোকা বানায়। বাংলাকে বদনাম চেষ্টা করে ওরা। আমরা সৃষ্টি করব, ওরা দেখাক।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram