Education Policy: জাতীয় শিক্ষানীতি রাজ্যের উপর চাপাতে চাইছে, রাজ্যের শিক্ষানীতি ঘোষণা হবে : ব্রাত্য বসু ।Bangla News
Continues below advertisement
জাতীয় শিক্ষা নীতি নয়, নিজস্ব শিক্ষানীতি আনছে রাজ্য, এবিপি আনন্দকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি রাজ্যের উপর চাপাতে চাইছে, এই ফতোয়া মানি না, দ্রুত রাজ্যের শিক্ষানীতি ঘোষণা হবে। ইতিমধ্যেই ১০ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে আছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। রয়েছেন সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহপ্রসাদ ভাদুড়িও। ২ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে কমিটিকে, রিপোর্টের ভিত্তিতে তৈরি হবে রাজ্যের শিক্ষানীতি।
Continues below advertisement
Tags :
Bratya Basu ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Nrisingha Prasad Bhaduri এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Gayetri Speavak